আকবর সূচিপত্র

আকবর সূচিপত্র, জালালুদ্দিন মুহাম্মদ আকবর  ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ শাসক। পৃথিবীর ইতিহাস এ মহান শাসকদের অন্যতম মহামতি আকবর নামেও পরিচিত। তিনি মুঘল সাম্রাজ্যের তৃতীয় সম্রাট। পিতা সম্রাট হুমায়ুনের মৃত্যুর পর ১৫৫৬ সালে মাত্র ১৩ বছর বয়সে আকবর ভারতের শাসনভার গ্রহণ করেন। বৈরাম খানের তত্ত্বাবধানে তিনি সমগ্র দক্ষিণ এশিয়ায় সাম্রাজ্য বিস্তার করতে থাকেন।

১৫৬০ সালে বৈরাম খাঁকে সরিয়ে আকবর নিজে সকল ক্ষমতা দখল করেন। কিন্তু আকবর ভারতবর্ষ ও আফগানিস্তানে তার সাম্রাজ্য বিস্তার চালিয়ে যান। ১৬০৫ সালে তার মৃত্যুর আগ পর্যন্ত প্রায় সমস্ত উত্তর ভারত তার সাম্রাজ্যের অধীনে চলে আসে। আকবরের মৃত্যুর পর তার পুত্র সম্রাট জাহাঙ্গীর ভারতবর্ষের শাসনভার গ্রহণ করেন ও সাম্রাজ্য বিস্তারে মনোনিবেশ করেন।

Table of Contents

আকবর সূচিপত্র

 

আকবর সূচিপত্র

 

হেমচন্দ্ৰ হেমু

মোল্লা আব্দুল্লা সুলতানপুরী

বীরবল

তানসেন

শেখ আব্দুন্ নবী 

হুসেন খাঁ টুকড়িয়া

শেখ মুবারক

কবিরাজ ফৈজী

আবুল ফজল

আকবর সূচিপত্র

মোল্লা বদায়নী

টোডরমল 

রহীম

মানসিংহ

প্রারম্ভিক জীবন

নাবালক বাদশাহ

রাজ্যবিস্তার

গুজরাত-বিজয়

সিক্রী রাজধানী

বাংলা-বিহার বিজয়

সাংস্কৃতিক সমন্বয় 

পশ্চিমোত্তরের সংগ্রাম

দাক্ষিণাত্যের সঙ্ঘর্ষ

আকবর সূচিপত্র

আকবরের  অন্তিম জীবন

শাসনব্যবস্থা

শিল্প ও সাহিত্য

মহান দ্রষ্টা

আরও দেখুনঃ

Leave a Comment