হিন্দী সাহিত্যের শ্রেষ্ঠ কবি রহীম | রহীম | আকবর

হিন্দী সাহিত্যের শ্রেষ্ঠ কবি রহীম, ইতিহাস রহীমকে একজন বড় সেনাপতি, বড় রাজনীতিজ্ঞ এবং অত্যন্ত দানশীল হিসেবে মনে রেখেছে। নিঃসন্দেহে তাকে এই তিন অভিধাই প্রয়োগ করা যায়। কিন্তু পূর্বেও যেমন, আজও তেমনি ওই সব কারণে রহীম আমাদের হৃদয়ে বিরাজ করবেন না, বরং হিন্দী সাহিত্যের একজন শ্রেষ্ঠ কবি হিসেবেই অমর হয়ে থাকবেন।

হিন্দী সাহিত্যের শ্রেষ্ঠ কবি রহীম | রহীম | আকবর

 

হিন্দী সাহিত্যের শ্রেষ্ঠ কবি রহীম | রহীম | আকবর

 

দিল্লীর খুসরো ফারসি সাহিত্যের সর্বশ্রেষ্ঠ কবিদের মধ্যে স্থান লাভ করেছেন, গালিব উর্দু সাহিত্যের শ্রেষ্ঠ কবির মর্যাদা পেয়েছেন। এই দু’জন কবির সমাধির মধ্যে ব্যবধান এক শত কি দেড় শত গজের। গালিবের সমাধি থেকে এক শত দেড় শত গজ দূরে রহীমের সমাধি নয়, বলা যায় পাশাপাশি।

খুসরোর কবর তত বড় নয়, যেটুকু জায়গায় শুয়ে আছেন, ততটাই। গালিবের কবরও এই দু’বছর আগে পর্যন্ত অখ্যাত-অজ্ঞাত শত শত কবরের মধ্যে একটি ছিল, এখন তাকে মর্মর পাথর দিয়ে একটা ছোট্ট মঠের রূপ দেওয়া হয়েছে। রহীমের সমাধি-সৌধ আকারে ও বিশালতার হুমায়ূনের সমাধি সৌধের অনুরূপ। শত শত বছর ধরে তা উপেক্ষিতই রয়েছে। সেটা ধসে যাওয়া ভেঙে পড়ার দিকে লোকে ভ্রূক্ষেপ নেই । দিল্লী বাড়তে বাড়তে এখন রহীমের সমাধির চারদিকে এসে পৌঁছেছে।

 

হিন্দী সাহিত্যের শ্রেষ্ঠ কবি রহীম | রহীম | আকবর

 

সৌভাগ্যের কথা, সমাধিটি তার আশপাশে দশ-পনেরো একর ভূমিসহ অক্ষুণ্ণ রয়েছে। কেন্দ্রীয শিক্ষা-মন্ত্রকের নিকট থেকে আশা করা যেতে পারে না যে হিন্দী সাহিত্যের এই শ্রেষ্ঠ কবির কৃতিত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য তাঁরা যথাশীঘ্র কোনো বড় উদ্যোগ গ্রহণ করবেন। কিন্তু হিন্দী ভাষী মানুষ কি এই উপেক্ষা বরদাস্ত করতে পারবেন? সম্ভবতঃ এই জন্যই শিক্ষা-বিভাগ খড়ের টুকরোর সাহায্যে জলপান করানোর মতো কাজ শুরু করেছে। যেভাবে রহীমের সমাধি মেরামতের কাজ চলছে, তাতে আশা করা যায় না যে এই শতাব্দীর শেষেও সে-কাজ সম্পূর্ণ হবে।

রহীম শুধু হিন্দী সাহিত্যেরই কবি নন, বলতে গেলে ফারসি সাহিত্যেরও কবি ছিলেন, এবং সবচেয়ে বড় কথা, তিনি শতাধিক ফারসি কবিকে আশ্রয় দিয়েছিলেন। ‘মাসির রহীমী’ নামক হাজার পৃষ্ঠার একখানি বৃহৎ গ্রন্থ বাংলার এশিয়াটিক সোসাইটি কর্তৃক প্রকাশিত হয়েছে। তাতে রহীমের অনুগ্রহভাজন শতাধিক ফারসি কবির রচনা সংকলিত হয়েছে। এটাও যদি শিক্ষা-মন্ত্রকের নজরে আসত, তাহলে তাঁদের এমন আত্মতৃপ্তির মনোভাব দেখা যেত না ।

 

হিন্দী সাহিত্যের শ্রেষ্ঠ কবি রহীম | রহীম | আকবর

 

হিন্দী ভাষায় রহীমের রচনাগুলি হল—

১. দোহাবলী,

২. বরওয়ে নায়িকা ভেদ,

৩. শৃঙ্গার সৌরঠ,

৪. মদনাষ্টক,

৫. রাসপঞ্চাধ্যায়ী,

৬. দম্পতী বিলাস ।

আরও দেখুনঃ

Leave a Comment